মালদা

সাধারন মানুষকে সচেতন করতে পুলিশের র্যা লি

৩রা এপ্রিল থেকে ৮ই এপ্রিল পর্যন্ত সারা রাজ্য জুরে পালিত হচ্ছে ট্রাফিক সচেতনতা সপ্তাহ। ট্রাফিক নিয়মাবলী সম্পর্কে সাধারন মানুষকে সচেতন করতে শনিবার বৈষ্ণবনগর থানার IC সঞ্জয় বিশ্বাসের নেতৃত্বে একটি র‍্যালি আয়োজন করা হয়। এদিন এই র‍্যালিতে বৈষ্ণবনগর থানার SI ভাস্কর পারিহার সহ অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা অংশ গ্রহণ করে এই র‍্যালিতে। প্রত্যেকটি পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা একটি বাইকে দুই জন করে বসে মাথায় হেলমেট পড়ে এবং প্লেকার নিয়ে এই র‍্যালিতে অংশ গ্রহণ করে। শনিবার সকালে এই র‍্যালিটি বৈষ্ণবনগর থানা থেকে শুরু হয়ে বৈষ্ণবনগর থানা বাজার, আঠেরো মাইল, কৃষ্ণপুর সহ সারা বৈষ্ণবনগর এলাকা পরিক্রম করে। আর এই র‍্যালিতে মাইকের মাধ্যমে সাধারন মানুষের উদ্দেশ্যে প্রচার করা হয়, প্রত্যেকটি মানুষ যেন বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করে এবং গাড়ির সঠিক কাগজ পত্র সঙ্গে রাখে, মদ্যপ অবস্থায় যেন গাড়ি না চালায় এবং সমস্ত ট্রাফিক আইন মেনে রাস্তায় চলাফেরা করে। এই সমস্ত সচেতন মূলক বার্তা এই র‍্যালির মাধ্যমে সাধারন মানুষের মধ্যে পৌছে দেওয়া হয়। পরে বৈষ্ণবনগর থানায় এসে এই র‍্যালিটি শেষ হয়।